বুয়েট উপাচার্য কোথায়?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুইদিন পার হতে চললেও ক্যাম্পাসে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম৷
BUET VC Dr Saiful Islam
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম৷ ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুইদিন পার হতে চললেও ক্যাম্পাসে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম৷

তার বাসভবন বা কার্যালয় ঘুরে কোথাও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে গত দুইদিন থেকে।

এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাদের প্রশ্ন- ‘ভিসি কোথায়?’

আন্দোলনের দ্বিতীয় দিনে ভিসিকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা বলছেন, আজ বিকাল ৫টার মধ্যে ভিসি ক্যাম্পাসে এসে জবাবদিহিতা না করা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করবেন তারা৷ সেসময় উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগানও দেওয়া হয়।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আন্দোলনর শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দেখা করতে আসলে শিক্ষার্থীরা তখনি তাকে উপাচার্যকে ফোন দেওয়ার অনুরোধ করলে তিনি দুবার ফোন দিয়ে উপাচার্যের ফোন বন্ধ পান।

এদিকে, ক্যাম্পাসে আবরারের মৃত্যু হলেও উপাচার্য এখন পর্যন্ত ক্যাম্পাসে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরাও৷

সরেজমিনে ভিসি কার্যালয় ঘুরে দেখা যায়, কার্যালয়ের নিচে একজন নিরাপত্তা প্রহরী দাঁড়িয়ে রয়েছেন৷ নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, “পূজার ছুটি থাকায় স্যার (ভিসি) গত দুইদিন ক্যাম্পাসে আসেননি৷”

ভিসির কার্যালয়ের পাশের ভবনের আরেকজন নিরাপত্তা প্রহরী জানান, গত দুইদিন ধরে ভিসিকে তিনি ক্যাম্পাসে দেখেননি৷

খোঁজ নিয়ে জানা গেছে, ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বরাদ্দকৃত বাসভবনে নেই৷ নিরাপত্তা প্রহরীদের কেউ কেউ জানান, ভিসি বর্তমানে লালবাগে রয়েছেন৷

আরো পড়ুন:

টর্চার সেল!

বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ

ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আবরার হত্যা: ৯ জন আটক

সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়

শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার

দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আবরারের শেষ ফেসবুক পোস্ট

আবরারের সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন

Comments

The Daily Star  | English

Revenue target for FY25 to be left unchanged

The interim government will not bring down the revenue collection target for the current fiscal year as it aims to mobilise more domestic resources to reduce reliance on foreign loans, according to Finance and Commerce Adviser Salehuddin Ahmed.

2h ago