বুয়েটে মৌন মিছিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়।
আজ (৯ অক্টোবর) সকালে আবরারের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মিছিল বের করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত প্রকাশ কারয় গত ৬ অক্টোবর রাতে বুয়েট শাখার ছাত্রলীগ নেতারা আবরারকে শেরে বাংলা হল থেকে ডেকে নিয়ে জেরা করে ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায়।
এরপর, ৭ অক্টোবর ভোররাতে তাকে হলের সিঁড়ির কাছে ফেলে রেখে যায় তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বুয়েট শাখার নয় নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
আরো পড়ুন:
উপাচার্যকে পেয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ
বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ
ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়
শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার
দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ
মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের
Comments