ব্যাটিং বিপর্যয়ে বড় হার আফিফ-সাইফদের
ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে গিয়ে শুরুটা ভীষণ বাজে হয়েছে আফিফ হোসেনদের। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলকে ১৪৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে গিয়ে শুরুতেই নাঈম শেখকে হারায় ‘এ’ দল। দলের ৫২ রানে ফিরে যান আরও ২৩ বলে ২৪ করা নাজমুল হোসেন শান্ত। এনামুল হক বিজয় ফেরেন ১০ বলে ৫ করে। সাইফ হাসান দেখাচ্ছিলেন লড়াইয়ের আভাস। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনিও।
৪৭ বলে ৩২ করা সাইফ কাবু হন আকিলা আপনসোর বলে। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। উইকেট পতনের ধারা তবু থামেনি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন থিতু হয়ে পড়েছিলেন। কিন্তু আসান প্রিয়ঞ্জনের অফ স্পিনে ক্যাচ উঠিয়ে শেষ হয় তার ২১ রানের ইনিংস।
এর আগে ১৮ বলে মাত্র ১১ রান করে ফেরেন আফিফ হোসেনও। অফ স্পিনার প্রিয়ঞ্জনই ব্যাটসম্যানদের কাবু করেছেন বেশি। মাত্র ৪.৩ ওভার বল করে ১০ রানেই তিনি নেন ৪ উইকেট।
১১৭ রানের মামুলি লক্ষ্যে নেমে শুরুতেই দুই লঙ্কান ওপেনারকে তুলে নিয়েছিলেন আবু হায়দার রনি আর আবু জায়েদ রাহি। । এরপর থিতু হওয়া কামিন্ডু মেন্ডিসকে ছেঁটে ফেলেন মেহেদী হাসান রানা। তবে এরপর আর কোন সংকটে পড়েনি তারা। বোলিংয়ে ঝলক দেখানোর পর অধিনায়ক প্রিয়ঞ্জন ব্যাট হাতেও ছিলেন ভরসার নাম। প্রিয়মাল পেরেরাকে নিয়ে আর কোন উইকেট না হারিয়েই দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন তিনি।
৩ চার ২ ছক্কায় ৬২ বলে ৫০ করে অপরাজিত থাকেন প্রিয়ঞ্জন। পেরেরা অপরাজিত থাকেন ২৪ রানে।
Comments