বুয়েটের আরও ৩ ছাত্র রিমান্ডে
আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার বুয়েটের আরও তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই তিন ছাত্র হলেন: ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মনিরুজ্জামান মনির (২১), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের আকাশ হোসেন (২১) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের আরেফিন রাফাত (২১)।
আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় মনির ও আকাশ হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, সে সময় তারা শেরে বাংলা হলের ওই কক্ষে ছিলেন না যেখানে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরে সেখানে গিয়েছিলেন বলেও দাবি করেন তারা।
রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত আড়াইটার মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরারকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে শেরে বাংলা হলের একটি কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তার বাবা বরকত উল্লাহ রাজধানীর চকবাজার থানায় ১৯ ছাত্রের নামে মামলা করেন। এই মামলায় বুধবার পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে গতকালই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এই ঘটনার পর থেকে ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আবরারের খুনিদের বিচারের দাবিতে সারা দেশ থেকে দাবি উঠেছে। আনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে তাদের ক্ষোভের কথা লিখে প্রকাশ করছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ ভারত-বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি নিয়ে আববারের একটি ফেসবুক পোস্টের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
Comments