ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং উইকেট চান মুমিনুল
জাতীয় ক্রিকেট লিগের উইকেট যেন ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে। বিরক্তির রান বন্যায় যেন কোন ম্যাচ অমীমাংসিত না থাকে। ব্যাটসম্যানদের জন্য দুরূহ হলেও এমন উইকেটে এবার চাইছেন টেস্ট দলের নিয়মিত ব্যাটসম্যান ও চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক।
বৃহস্পতিবার দেশের চার ভেন্যুতে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুমিনুলদের চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা মেট্রো।
অন্যসব আসরের চেয়ে এবারের জাতীয় লিগ কিছুটা জৌলুস বাড়ানোর চেষ্টা চলছে। জাতীয় দলের বড় তারকারা প্রায় সবাই খেলছেন। বেড়েছে ভেন্যু। দল বানানোর আগে ক্রিকেটারদের পেরুতে হয়েছে ফিটনেসের পরীক্ষায়। এতসব বদলের মাঝে প্রথম রাউন্ডে নামার আগে মাঠের খেলায় সবচেয়ে যেটস গুরুত্বপূর্ণ, সেই উইকেটের কথা মনে করিয়ে দিলেন মুমিনুল।
একজন ব্যাটসম্যান হয়েও উইকেট থেকে বোলারদের রসদ চান তিনি। যেন অনায়াসে রান করা না যায় তেমন উইকেটের প্রত্যাশা তার, ‘আমার মনে হয় উইকেট গুরুত্বপূর্ণ। একেকদিন হয়ত চ্যালেঞ্জিং উইকেট হবে, কখনো ফ্ল্যাট উইকেট হবে। মনে করেন এখানে যদি আমরা চ্যালেঞ্জিং উইকেটে খেলি আবার অতি স্পিন উইকেটে খেলি তাহলে মনে হয় খেলার মানটা ভালো হবে। অর্থাৎ ফলাফল হওয়ার মতো উইকেট হলে খুব ভাল।’
ক’দিন পরই ভারতের বিপক্ষে টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। ভারত সফরের আগে এবারের জাতীয় লিগ ব্যক্তিগত প্রস্তুতির জন্যও মুমিনুলের কাছে অধিক গুরুত্বের, ‘চার দিনের খুব ভালো প্রস্তুতি হয়। একটা টেস্ট ম্যাচের জন্য এটা প্রস্তুতির দারুণ সুযোগ। আমি কোনভাবে তাই চারদিনের ম্যাচ মিস দিতে চাই না।’
Comments