জার্মানির মাঠে আর্জেন্টিনার স্বস্তির ড্র
চোটের কারণে ছিটকে যাওয়া এক ঝাঁক তারকা ফুটবলার ছাড়াই প্রথমার্ধে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিল জার্মানি। ২২ মিনিটের মধ্যে এগিয়ে গেল দুই গোলের ব্যবধানে। বিরতির পর অবশ্য উল্টে গেল পাশার দান। জার্মানিকে চেপে ধরল আর্জেন্টিনা। লুকাস আলারিও ও লুকাস ওকাম্পোসের লক্ষ্যভেদে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল তারা।
বুধবার রাতে সিনিয়াল ইদুনা পার্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক জার্মানি ও আর্জেন্টিনা। ম্যাচের দুই অর্ধের চিত্র ছিল দুরকম। প্রথম ৪৫ মিনিটে অদম্য ছিল জোয়াকিম লোর শিষ্যরা, পরের ৪৫ মিনিটে দুর্দান্ত নৈপুণ্য দেখাল লিওনেল স্কালোনির শিষ্যরা।
১৫তম মিনিটে ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রির গোলে এগিয়ে যাওয়া জার্মানদের হয়ে ২২তম মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার কাই হাভার্টস। পরের গোলটিতেও অবদান রাখেন বায়ার্ন মিউনিখের ফুটবলার গ্যানাব্রি। ৬৬তম মিনিটে বদলি স্ট্রাইকার আলারিও ব্যবধান কমানোর পর ৮৫তম মিনিটে আলবিসেলেস্তেদের সমতায় ফেরান আরেক বদলি অভিষিক্ত উইঙ্গার ওকাম্পোস। দ্বিতীয় গোলটির জোগানদাতা বেয়ার লেভারকুসেনের আলারিও।
এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা (৫৪ শতাংশ)। তবে আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। তারা মোট ১১টি শট নেয় যার ছয়টি ছিল গোলমুখে। বিপরীতে, আর্জেন্টিনার আট শটের তিনটি ছিল গোলমুখে। এই তিনটি শটই ছিল দ্বিতীয়ার্ধে, যা থেকে দুটি গোল পেয়ে যায় তারা।
জার্মানির নিয়মিত খেলোয়াড়দের সাতজন চোটের কারণে খেলতে পারেননি এ ম্যাচে। তারা হলেন- টনি ক্রুস, লেরয় সানে, অ্যান্টোনিয়ো রুডিগার, টিমো ভার্নার, লিয়ন গোরেৎজকা, মাথিয়াস গিন্টার ও জোনাথান টাহ। ফিটনেস ঘাটতি থাকায় লো মাঠে নামাননি মার্কো রয়িস ও ইলকাই গুন্দোগানকেও। তারা দুজন ছিলেন বেঞ্চে।
অন্যদিকে, আর্জেন্টিনাও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া আতিথ্য নেয় পুরনো শত্রু জার্মানির। তিনি রয়েছেন তিন মাসের নিষেধাজ্ঞায়। স্কালোনি স্কোয়াডে রাখেননি দুই অভিজ্ঞ সেনা সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তাছাড়া দক্ষিণ আমেরিকা মহাদেশের সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনাল ম্যাচের কারণে বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কোনো ফুটবলারকেও পায়নি আর্জেন্টিনা।
অর্থাৎ, তারকাদের অনুপস্থিতিতে জার্মানির অনিয়মিত ও নতুনরা নিজেদের মেলে ধরেন এ ম্যাচে। আর আর্জেন্টিনাও তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া চাপ ঠেলে সরিয়ে ঘুরে দাঁড়িয়ে ড্র আদায় করে নেয়।
Comments