বৃষ্টি বাধার মাঝে তাইজুল, শফিউলের তোপ
ভোর থেকে নামা বৃষ্টিতে মাঠ ছিল ভেজা। মাঠ শুকাতেই তাই পেরিয়ে যায় প্রথম সেশন। বাকি দুই সেশনে দাপট দেখিয়েছেন রাজশাহীর তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। তাদের তোপে প্রথম দিনেই বিপর্যস্ত ঢাকা বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথম স্তরের খেলা শুরু হয় পৌনে একটায়। পুরো দিনে খেলা হয়েছে ৫১.৫ ওভার। তাতে ১৪৩ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে বসেছে ঢাকা। শেষ বিকেলেও ফের বৃষ্টি নামলে আগেভাগেই শেষ হয় দিনের খেলা। পেসার শফিউল ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনে ৫৫ রানে ৪ উইকেট পেয়েছেন তাইজুল।
বৃষ্টি ভেজা মাঠ দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রত্যাশিত ফিল্ডিং নেন রাজশাহী অধিনায়ক জহুরুল ইসলাম। বোলাররাও তাকে নিরাশ করেননি।
আব্দুল মজিদকে তুলে প্রথম উইকেট নেন তাইজুলই। দ্বিতীয় উইকেটে জয়রাজ শেখের সঙ্গে জমে উঠে রনি তালুকদারের জুটি। ৩৫ রান করা জয়রাজকে এলবিডব্লিও করে তাইজুল তুলে নিলে ভাঙে তাদের ৮০ রানের জুটি।
সঙ্গী বিচ্ছেদের পর বেশিক্ষণ টেকেননি রনি। ১১৪ বলে ৬৩ রান করা রনি শফিউলের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে ঢাকার ইনিংস। শুভাগত হোম, রাকিবুল হাসানরা ছিলেন আসা যাওয়ার মাঝে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ৫১.৫ ওভারে ১৪৩/৭ (মজিদ ১০, রনি ৬৩, জয়রাজ ৩৫, রাকিবুল ৮, শুভাগত ১, তাইবুর ১২*, শাকিল ৩, শাহাদাত ০, নাজমুল ০* ; শফিউল ৩/৪০, শফিকুল ০/২৪, তাইজুল ৪/৫৫, ফরহাদ ০/১৫)
Comments