পিটার হান্দকে ও ওলগা তোকারচুক পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার

অস্ট্রিয়ার পিটার হান্দকে ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০১৮ সালের জন্য সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন ওলগা তোকারচুক। তিনি পোল্যান্ডের নাগরিক।
অস্ট্রিয়ার কবি পিটার হান্দকে ও পোল্যান্ডের লেখক ওলগা তোকারচুক। ছবি: রয়টার্স

অস্ট্রিয়ার পিটার হান্দকে ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০১৮ সালের জন্য সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন ওলগা তোকারচুক। তিনি পোল্যান্ডের নাগরিক।

যৌন হয়রানির এক অভিযোগের তদন্ত নিয়ে জটিলতায় গতবছর সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার ঘোষণা করা হয়নি। একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর সাহিত্যে নোবেল ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। একারণেই এবার সাহিত্যে নোবেল বিজয়ী দুই জনের নাম ঘোষণা করা হলো।

সুইডেনের রয়াল একাডেমি বলেছে, পিটার হান্দকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে প্রভাবশালী লেখকদের মধ্যে নিজেকে অসীন করেছেন। তিনি একাধারে উপন্যাস, প্রবন্ধ, নোটবুক ও নাটক লিখেছেন।

অন্যদিকে ওলগা তোকারচুক ১৯৯৩ সালে তার প্রথম উপন্যাস প্রকাশের আগে প্রশিক্ষিত মনোবিজ্ঞানী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। গত বছর তার লেখা ফ্লাইট উপন্যাসটি ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। পোল্যান্ডের প্রথম লেখক হিসেবে তিনি এই পুরস্কার পান।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago