মায়াঙ্কের সেঞ্চুরির পর কোহলির ঝলক
আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা রোহিত শর্মা ফিরলেন শুরুতেই। কিন্তু টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুললেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। পরে চেতশ্বর পূজারা আর বিরাট কোহলি নেমেও পেলেন ফিফটি। কাগিসো রাবাদার দারুণ বোলিংয়ের পরও প্রথম দিনটি তাই ভারতের।
পুনে টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৩ রান। অধিনায়ক কোহলি ৬৩ রান আর আজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ৬৩ রানে। ভারতের তিনটিই উইকেটই নিয়েছেন পেসার রাবাদা। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয় ৪.৫ ওভার আগেই।
টস জিতে ব্যাট করতে গিয়ে দলের ২৫ রানেই রোহিতকে হারায় ভারত। ৩৫ বলে ১৪ রান করে রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রোহিত।
দ্বিতীয় উইকেটে পূজারাকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন আগারওয়াল। ৫৮ করে পূজারাও কাবু রাবাদার বলে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেই থামেন আগারওয়াল। ১৯৫ বলে ১০৮ রান করা ডানহাতি ব্যাটসম্যান রাবাদার বলে ফাফ দু প্লেসিকে ক্যাচ দেন।
অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে দিনের বাকিটা সময় পার করে দেন কোহলি-রাহানে। ১০৫ বলে ৬৩ রানের ইনিংসে ভারত অধিনায়ক এ পর্যন্ত মেরেছেন ১০ চার। খেলছেন চনমনে। দলকে দেখাচ্ছেন বড় রানের আভাস।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৩/৩ (মায়াঙ্ক ১০৮, রোহিত ১৪, পুজারা ৫৮, কোহলি ৬৩*, রাহানে ১৮*; ফিল্যান্ডার ০/৩৭, রাবাদা ৩/৪৮, নরকিয়া ০/৬০, মহারাজ ০/৮৯, মুথুসামি ০/২২, এলগার ০/১১)
Comments