আবরার হত্যা: অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ছাত্রলীগ নেতা অমিত সাহা ও হোসেন মোহাম্মদ তোহাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান অমিত ও তোহাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী এই দুই আসামির জামিন নাকচ করে এ আদেশ দেন।
গতকাল রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত সাহা এবং গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র অমিত সাহা ছাত্রলীগের বুয়েট শাখার উপ-আইন বিষয়ক সম্পাদক। যন্ত্র প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তোহাও ছাত্রলীগের সঙ্গে জড়িত।
Comments