নাঈমের আক্ষেপ, নাসিরের ব্যর্থতা
আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেনের জোড়া আঘাতে বিপাকে পড়েছিল রংপুর বিভাগ। বিপর্যস্ত দলকে সে অবস্থা থেকে টানছিলেন অভিজ্ঞ নাঈম ইসলাম। সুযোগ ছিল বড় কিছু করার। কিন্তু থিতু হয়েও থামেন ফিফটির আগে। রংপুরের অধিনায়কত্ব পাওয়া নাসির হোসেনও দেখাতে পারেননি খেল। প্রথম ইনিংসে ব্যর্থ তিনি।
প্রথম স্তরের ম্যাচে খুলনার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৯ রান তুলে দিন পার করেছে রংপুর। নাঈমের ৪৮ রানের পর শেষ বিকেলে সোহারাওয়ার্দি শুভর সঙ্গে জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছেন তানবীর হায়দার। ৪০ রানে ব্যাট করছেন তিনি। শুভ অপরাজিত আছেন ৩১ রানে।
বৃহস্পতিবার শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে প্রথম দিনে হয়নি টসও। দ্বিতীয় দিনেও খেলা শুরু হয় বেশ কিছুটা দেরিতে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই মাইশুকুর রহমানকে হারায় রংপুর। আরেক ওপেনার হামিদুল ইসলামও টেকেননি বেশিক্ষণ। দুজনকেই আউট করেন আল-আমিন।
মাহমুদুল হাসানকে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছেন নাঈম। ২৭ করা মাহমুদুলকে আউট করে উইকেট নেওয়া শুরু অভিজ্ঞ রাজ্জাকের, খানিক পরই তিনি ফেরান ৪ রান করা নাসিরকে। ফের বিপর্যয়ে পড়া রংপুর এরপর ঘুরে দাঁড়ায় নাঈম-তানবীরের জুটিতে।
সময় নিয়ে থিতু হওয়া নাঈম ছিলেন দৃঢ়তার ছবি। কিন্তু ফিফটি থেকে ২ রান আগে থেমে যান তিনি। দিনের বাকি সময় শুভকে নিয়ে পার করে দেন তানবীর।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর প্রথম ইনিংস: ৭২ ওভারে ১৬৯/৫ (মাইশুকুর ০, হামিদুল ১৬, মাহমুদুল ২৭, নাঈম ৪৮, নাসির ৪, তানবীর ৪০*, শুভ ৩১*; আল আমিন ২/৪৪, রুবেল ০/৩৭, জিয়া ০/৪, রাজ্জাক ২/৫১, সৌম্য ০/৭, নাহিদুল ০/১২, মইনুল ১/১৩)
Comments