সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে
ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আজ (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাকে কারাগারে নেওয়া হয়।
এর আগে, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলামের বরাত দিয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ সম্রাটকে ছাড়পত্র দিয়েছে।
সেসময় তিনি বলেন, “ইতিমধ্যে সেখানে আমাদের গাড়ি পাঠানো হয়েছে। আজই সম্রাটকে কারাগারে নেওয়া হবে।”
গত ৮ অক্টোবর সম্রাট ‘অসুস্থ’ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।
Comments