স্পেন অনূর্ধ্ব-২১ দলে ডাক পেলেন বার্সেলোনার ফাতি

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্পেন স্কোয়াডে জায়গা না পেলেও দেশটির অনূর্ধ্ব-২১ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ ফুটবলার আনসু ফাতি। চোট পাওয়া ক্লাব সতীর্থ কার্লেস পেরেজের বদলি হিসেবে স্প্যানিশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগানো ১৬ বছর বয়সী এই বিস্ময় প্রতিভাকে।
ansu fati
আনসু ফাতি। ছবি: এএফপি

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্পেন স্কোয়াডে জায়গা না পেলেও দেশটির অনূর্ধ্ব-২১ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ ফুটবলার আনসু ফাতি। চোট পাওয়া ক্লাব সতীর্থ কার্লেস পেরেজের বদলি হিসেবে স্প্যানিশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগানো ১৬ বছর বয়সী এই বিস্ময় প্রতিভাকে।

শুক্রবার (১১ অক্টোবর) ফাতিকে অনূর্ধ্ব-২১ দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে দেখা যাবে গিনি বিসাউতে জন্ম নেওয়া এই উদীয়মান তারকাকে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কার্লেস পেরেজ পেশির চোটের কারণে অনূর্ধ্ব-২১ দল ছেড়ে গিয়েছেন। ফলে ইউরো ২০২১ এর বাছাই পর্বের ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে।...তাই কার্লেস পেরেজের বিকল্প হিসেবে ডাকা হয়েছে আনসু ফাতিকে। তিনি যত দ্রুত সম্ভব অনূর্ধ্ব-২১ দলে যোগ দেবেন।’

ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনে পাড়ি জমানো ফাতির জন্মসূত্রে গিনি বিসাউ এবং পারিবারিক সূত্রে পর্তুগালের জার্সিতে খেলার সুযোগ ছিল। তবে গেল মাসে স্পেনের নাগরিকত্ব পেয়ে যান তিনি। তাতে লা রোহাদের হয়ে খেলার দুয়ার খুলে যায় তার।

আগামী ৩১ অক্টোবর ১৭ বছর পূর্ণ করতে যাওয়া ফাতি এরই মধ্যে আলো কেড়েছেন। লা লিগায় বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড তার দখলে। একবিংশ (চলমান) শতাব্দীতে লা লিগার একই ম্যাচে নিজে গোল করা এবং সতীর্থকে দিয়ে গোল করানো সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি (১৬ বছর ৩১৮ দিন)।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago