নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খোঁজ পাওয়া গেলো
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর মুকুট বিজয়ী হয়েছেন রাফাহ নানজিবা তোরসা। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
জমকালো এ আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারে প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী। দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।
রাফাহ নানজিবা তোরসা বলেন, “আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পরিশ্রম করেছি নিজেকে সেরা হিসেবে দেখবো বলে। আমার আত্মবিশ্বাস ছিলো। সবার কাছে দোয়া চাই, আমি যেনো দেশের মুখ উজ্জ্বল করতে পারি।”
আয়োজকরা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজিবা তোরসা।
প্রধান তিন বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। অনুষ্ঠানের দুই উপস্থাপক ছিলেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।
এর আগে, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পরেন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।
Comments