বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন গ্রেপ্তার
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গতকাল গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদ জানান, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, গতকাল হাফিজ উদ্দিনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।
তবে মামলার বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মান্নান জানিয়েছেন, বর্তমানে হাফিজ উদ্দিন তাদের হেফাজতে রয়েছেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার দ্য ডেইলি স্টারকে জানান, আটকের পর হাফিজ উদ্দিনকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিলো।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী প্রধান কর্নেল (অব.) ইসহাক মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
Comments