সিলেটকে গুঁড়িয়ে ইনিংস ব্যবধানে জিতল বরিশাল
বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়নি, দ্বিতীয় দিনের বেশিরভাগ সময়ও লেগেছে মাঠ শুকাতে। চার দিনের ম্যাচে সিলেটকে ধসিয়ে তবু ফল বের করে নিয়েছে বরিশাল বিভাগ। মাত্র আড়াই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে জিতেছে তারা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের দ্বিতীয় স্তরের ম্যাচের উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। তার সুবিধা পুরো কাজে লাগিয়ে সিলেট বিভাগকে প্রথম ইনিংসে মাত্র ৮৬ রানে গুটিয়ে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। দ্বিতীয় ইনিংসে সিলেট কাবু হয় স্পিনে। এড়াতে পারেনি ইনিংস হার। প্রথম রাউন্ডের ম্যাচ বরিশাল জিতল ইনিংস ও ১৩ রানে।
আগের দিনের ২ উইকেটে ২৭ রান নিয়ে রবিবার (১৩ অক্টোবর) মাঠে নেমে নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়রকে শুরতেই হারায় সিলেট। আগের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়া জাকির হাসান দুই অঙ্কে পৌঁছেই থামান দৌড়। ১১ রান করা জাকিরকে তুলে নেন অফ স্পিনার নুরুজ্জামান।
আগের দিনের অপরাজিত অভিজ্ঞ ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ৩৫ রানে আউট হন স্পিনার তানভির ইসলামের বলে। এরপর অধিনায়ক অলোক কাপালী আর উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলি অনিক গড়েন প্রতিরোধ। দুজনের জুটিতে ম্যাচ বাঁচানোর আশায় ছিল সিলেট।
কিন্তু ৫১ রানের জুটির পর ১৬ রান করা অলোক ফেরেন মনির হোসেনের বলে। এক প্রান্তে জাকের দৃঢ়তা দেখালেও অন্যপ্রান্তে নামে ধস। সেই ধস আর কেউ ঠেকাতে পারেননি। সিলেট অলআউট হয় ১৩২ রানে। বাঁহাতি স্পিনার তানভির ৪ উইকেট নেন ২৯ রানে। আরেক বাঁহাতি ঘূর্ণি বোলার মনির ৩ উইকেট পান ২১ রানে।
জাকের ১১৪ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দেখেন দলের অসহায় আত্মসমর্পণ।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট প্রথম ইনিংস: ৮৬
বরিশাল প্রথম ইনিংস: ২৩১/৮ (ডিক্লে)
সিলেট দ্বিতীয় ইনিংস: ১৩২
ফল: বরিশাল বিভাগ ইনিংস ও ১৩ রানে জয়ী।
Comments