ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ২৩.৭২ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্যে ‘খ’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
আমাদের ঢাবি সংবাদদাতা জানান, উপাচার্য মো. আখতারুজ্জামান আজ (১৩ অক্টোবর) সকালে রেজিস্ট্রার ভবনে এই ফল প্রকাশ করেন।
ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ‘খ’ ইউনিটের পরীক্ষার ফল দেখা যাবে। এছাড়াও, “DU KHA <roll number>” লিখে যেকোনো মোবাইল অপারেটরে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
যেসব শিক্ষার্থী পাস করেছেন তারা আগামী ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ঢাবির ভর্তি ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, ঢাবি কলা অনুষদে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪২ হাজার ৯৫৪ জন পরীক্ষা দিয়েছিলেন।
Comments