জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ রোববার ১০ হাজার টাকা মুচলেকায় হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজকে গ্রেপ্তার করেছিল।
পল্লবি থানার ওসি নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন, র্যাব, পুলিশসহ অন্যান্য সরকারি সংস্থার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ই-মেইল করে। এই অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মুহম্মদ ইসহাক মিয়াকে গতকাল গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে মুহম্মদ ইসহাক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ জড়িত আছেন।
Comments