এখন কয়টা বাজে?
ব্যস্ত নগরজীবনে সময় মেনে চলতে গেলে মাঝে-মধ্যেই তাকাতে হয় ঘড়ির দিকে। পথচারীদের সুবিধার জন্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বছর চারেক আগে রাজধানীর রমনা সড়কে এই ঘড়িটি স্থাপন করে। তবে, ঘড়িটির চলা বন্ধ হয়েছে সেও মাস ছয়েক আগে।
করপোরেশনের নেওয়া বেশকিছু পদক্ষেপ যে সংরক্ষণের অভাবে অকার্যকর তার একটি প্রমাণ এই ঘড়িটি। ছবিতে দেখা যাচ্ছে- একজন পথচারী ডিএসসিসির ঘড়িটির সঙ্গে নিজের হাতঘড়িটির সময় মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, সময় মিলছে কি?
গতকাল (১৩ অক্টোবর) ছবিটি তুলেছেন রাশেদ সুমন
Comments