ইনজুরি শঙ্কা নিয়ে খেলানো হয়নি নেইমারকে: তিতে
আবারও ইনজুরিতে নেইমার। চলতি মৌসুমেই এ নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন এ ব্রাজিলিয়ান। তাতে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে কোন ধরণের বাজে উক্তি শোনার আগেই নিজেকে রক্ষা করেছেন ব্রাজিল দলের কোচ তিতে। খেলার মতো ম্যাচ ফিটনেস থাকার কারণেই তাকে মাঠে নামানো হয়েছে বলে দাবী করেছেন এ কোচ।
রোববার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দ্বাদশ মিনিটেই চোট পান নেইমার। বাম পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ তারকা। আর তার ইনজুরিতে ভুগেছে তার দলও। নাইজেরিয়ার বিপক্ষে জিততে পারেনি তারা। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ।
ম্যাচ শেষ হওয়ার পরই নেইমারের ইনজুরি নিয়ে চলছে নানা গুঞ্জন। ম্যাচ খেলার মতো ফিট ছিলেন কি এ খেলোয়াড়? এমন ধরণের প্রশ্নকে পাত্তাই দেননি কোচ তিতে, 'সে মোটেও ইনজুরি শঙ্কায় ছিল না। কোনো ধরনের শঙ্কা থাকলে তাকে খেলানোটা দায়িত্বজ্ঞানহীনতা ও অপেশাদার আচরণের পরিচয় হতো। তেমন ঘটলে আমাকে পিএসজির কোচ ও প্রেসিডেন্টের সমালোচনা শুনতে হতো।'
জাতীয় দলের জার্সিতে ১০১তম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। তবে মাঠে নামার পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তিনি। পড়ে দ্বাদশ মিনিটে তার জায়গায় ফিলিপ কৌতিনহোকে নামান কোচ। চলতি বছরের জানুয়ারিতেই পিএসজির হয়ে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে আড়াই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে ফিরে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। এরপর ইনজুরি কাটিয়ে ফিরে চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। পিএসজির হয়ে ৫টি ম্যাচে গোল করেছেন ৪টি।
সান্তোস ছেড়ে ইউরোপে খেলতে আসার পর ছোট-বড় মিলে এখন পর্যন্ত ১৬ বার ইনজুরিতে পড়েছেন নেইমার। এর মধ্যে পিএসজির হয়েই পড়েছেন সাত বার।
Comments