২৫ তারিখ সাবিলা নূরের বিয়ে
ছোটপর্দার অভিনেত্রী-মডেল পা রাখছেন বিয়ের পিঁড়িতে। দীর্ঘ প্রেমের পর চলতি মাসের ২৫ তারিখ প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
বিয়ের বিষয়টি ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন সাবিলা।
পাত্র নেহাল সুনন্দ তাহের পেশায় একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন।
সাবিলা নূরের গায়েহলুদ চলতি মাসের ২৪ তারিখ। পরদিন তাদের বিয়ে আর বৌভাত ২৭ তারিখ।
বিয়ের কার্ডে সাবিলার সঙ্গে তার হবু স্বামীর ছবিও প্রকাশ করা হয়েছে।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
Comments