‘ক্যাসিনো’ সম্রাট ১০ দিনের রিমান্ডে
রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানে আলোচিত ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলার শুনানিতে অংশ নিয়ে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন আজ (১৫ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মাহফুজুল হক চৌধুরী এবং রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল হক সম্রাটকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।
এদিকে, রিমান্ড শুনানির জন্য সম্রাটকে আজ আনা হবে জেনে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা তার মুক্তির দাবি সম্বলিত পোস্টারে ঢেকে দেওয়া হয়। এছাড়াও, সম্রাটের সমর্থকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে তার পক্ষে স্লোগান দেয়।
সেসময় আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
Comments