ইউরোর মূল পর্বের টিকেট পেল স্পেন

rodrigo
স্পেনের উদ্ধারকর্তা রদ্রিগো। ছবি: এএফপি

সুইডেনের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের গোলে হার এড়ানোর পাশাপাশি আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে স্পেন।

মঙ্গলবার রাতে ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস বার্গের গোলে এগিয়ে যায় স্বাগতিক সুইডেন। এরপর ম্যাচের অন্তিম সময়ে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে সমতায় ফেরান বদলি স্ট্রাইকার রদ্রিগো।

ম্যাচে ৭৪.৬ শতাংশ বল ছিল স্পেনের দখলে। কিন্তু আক্রমণে তারা খুব বেশি ভীতি ছড়াতে পারেনি সুইডিশদের রক্ষণে। উল্টো ৫০তম মিনিটে বার্গের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে স্প্যানিশরা। স্কোরলাইনে সমতা টানতে মরিয়া দলটি সাফল্য পায় যোগ করা সময়ে। ফাবিয়ানের পাস থেকে বল জালে পাঠিয়ে স্পেন শিবিরে স্বস্তি আনেন রদ্রিগো।

৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। প্রথম ৬ ম্যাচে টানা জেতার পর শেষ ২টি ম্যাচে লা রোহারা টানা ড্র করেছে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন।

এই গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে রোমানিয়া ১-১ গোলে ড্র করেছে নরওয়ের সঙ্গে। রোমানিয়া ১৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নরওয়ে।

‘জে’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা ইতালি জয়ের ধারা বজায় রেখেছে। দুর্বল লিখটেনস্টাইনকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। একটি করে গোল পান ফেদেরিকো বার্নারদেস্কি, অ্যালেসিও রোমানিওলি ও স্টেফান এল শারাউই।

রবার্তো মানচিনির অধীনস্থ ইতালি ৮ ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের পয়েন্ট সমান ম্যাচে ১৫। ১০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago