মালয়েশিয়াগামী যাত্রী ইয়াবাসহ আটক

বিশেষ কৌশলে ইয়াবা নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক যাত্রীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।
পুলিশের বিশেষ শাখার (এসবি) বিমানবন্দর জোনের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আজ (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইয়াবাসহ এক যাত্রী আটকের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, জাহাঙ্গীর আলম মালয়েশিয়া যাওয়ার জন্যে বিমানবন্দরে আসেন। তার কাছে ইয়াবা রয়েছে- এমন খবর পাওয়ার পর তাকে বোর্ডিং কাউন্টারের সামনে আটক করা হয়।
এরপর, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি প্যাকেটে মোট ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেগুলো একটি ব্যাগের মধ্যে জুতার ভেতর (গোড়ালির অংশে) বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো বলেও উল্লেখ করেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহাঙ্গীর জানান, তিনি ১২ বছর ধরে মালয়েশিয়া থাকেন। সম্প্রতি, ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। তিনি বিক্রি করার উদ্দেশ্যে ইয়াবাগুলো মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছিলেন।
Comments