‘টেলিফিল্মটির জন্যে সারারাত শুটিং করেছি’
কয়েকদিন ধরে টানা কাজ করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মূলত একটি টেলিফিল্মের শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।
‘শহর ছেড়ে পরাণপুর’ শিরোনামের টেলিফিল্মটি পরিচালনা করছেন মিজানুর রহমান আারিয়ান।
টেলিফিল্মটিতে তিশার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ।
টেলিফিল্মটিতে টানা কাজ করতে গিয়ে সারারাত শুটিং করেছেন তিশা। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-খ্যাত অভিনেত্রী তিশা বললেন, “সারারাত শুটিং করেছি টেলিফিল্মটির জন্যে। রাতের গল্প বলে সারারাত কাজ করেছি তা কিন্তু নয়। এটি অন্যরকম একটি গল্প। কাজটি করতে করতে সকাল সাতটা বেজে গিয়েছিলো।”
এখনো শুটিং শেষ হয়নি। ঢাকার একটি বাড়িতে শুটিং করছেন তিনি। ঢাকার কালিয়াকৈর জমিদার বাড়িতেও শুটিং করবেন তিনি।
সারারাত কাজের কথা বলতে গিয়ে তিশা বলেন, “স্বাভাবিকভাবেই কষ্ট হয়েছে। কিন্তু, একটি ভালো কাজের জন্য কষ্ট তো করতে হবেই।”
তিশা আরও জানান, ‘শহর ছেড়ে পরাণপুর’ একটি ইমোশনের গল্প। সেই সঙ্গে রোমান্টিক গল্পও।
এদিকে, নতুন টেলিফিল্মের শুটিং শেষ করে তিশা একটি শর্টফিল্মের শুটিং করতে যাবেন সৈয়দপুর। এটি পরিচালনা করবেন আবু শাহেদ ইমন।
Comments