টেকনাফে মাদক মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফ উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড় এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
gunfight logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

টেকনাফ উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড় এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

আজ (১৭ অক্টোবর) ভোররাতে এই ঘটনা ঘটে উল্লেখ করে পুলিশ জানায়, নিহত দুজনের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা ছিলো।

নিহতরা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আজিম উল্লাহ (৪৬)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ১৬ অক্টোবর বিকালে টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে আজ ভোররাত ৪টার দিকে পুলিশের একটি দল টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড়ের পাদদেশে তাদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুলের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

ওসির দাবি, ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও তার সহযোগী আজিম উল্লাহকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি শুটার গান পাঁচটি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও পাঁচ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

55m ago