‘আমার সব কাজে মানুষ ও জীবনের গল্প থাকে’

অনেক বছর ধরেই নাটক ও চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেতা তৌকীর আহমেদ। তার নির্মিত সিনেমাগুলো দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দেশে-বিদেশে পুরস্কৃতও হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে 'জয়যাত্রা', ভাষা আন্দোলন নিয়ে 'ফাগুন হাওয়ায়', হালদা নদী নিয়ে 'হালদা' কিংবা 'অজ্ঞাতনামা'—এই সিনেমাগুলো দিয়ে নির্মাতা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
বর্তমানে বিটিভিতে প্রচারিত হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত নাটক 'ধূসর প্রজাপতি'। ২০ বছর পর বিটিভির জন্য নাটক পরিচালনা করেছেন তিনি। এই নাটকের নাট্যকারও তিনি।
এর আগে বছর বিশেক আগে তিনি বিটিভির জন্য 'মায়ামৃগ' নামের একটি নাটক পরিচালনা করেছিলেন। নন্দিত অভিনেতা আফজাল হোসেন সেই নাটকে অভিনয় করেছিলেন।
'ধূসর প্রজাপতি' নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, আল মনসুর, তানজিকা আমিন, শ্যামল মওলা, আয়শা খান প্রমুখ। তৌকীর আহমেদ নিজেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি সপ্তাহে তিন দিন বিটিভিতে প্রচারিত হচ্ছে।

এত দীর্ঘ বিরতি দিয়ে কেন বিটিভিতে নাটক পরিচালনা করলেন, জানতে চাইলে তৌকীর আহমেদ বলেন, 'আমাকে কেউ কাজ করতে বললে সম্মানিত বোধ করি। এত বছর পর মাহবুবা ফেরদৌস আপা আমাকে বিটিভির জন্য নাটক পরিচালনা করতে বলেছেন। আমি সম্মানিত বোধ করেছি। প্রস্তাব পাওয়ার পর তিন মাস সময় নিয়ে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছি। এরপর তো শুটিং হলো, সবকাজ শেষ হলো। এখন প্রচারিত হচ্ছে।'
'আমার সব কাজে জীবন ও মানুষের গল্প থাকে। এই কাজটিও তার বাইরে নয়। সব শিল্প জীবনের মানে খোঁজে। এখানেও তাই।'
তৌকীর আহমেদ বলেন, আমার মনে হয় গত ২০ বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ভালো গল্প, ভালো স্ক্রিপ্টের কদর আছে। ভালো নির্মাণ, ভালো অভিনয় দর্শকরা পছন্দ করে। এই কাজটিও অনেক যত্ন নিয়ে করেছি।
'আমার সব কাজে মানুষ ও জীবনের গল্প থাকে। এটা আমার এক্সপেরিমেন্টাল কাজ। মানুষ কীভাবে নেন, দেখা যাক।'
Comments