জাতীয় লিগে নেমেও সাইফ হাসানের সেঞ্চুরি
দারুণ সেঞ্চুরি করে শ্রীলঙ্কায় ‘এ’ দলকে ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। সেই ছন্দ বয়ে নিয়ে এলেন দেশেও। জাতীয় লিগে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তিনি।
চট্টগ্রামে প্রথম স্তরের ম্যাচে সাইফের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে রংপুরের বিপক্ষে দাপট দেখিয়েছে ঢাকা বিভাগ। পুরো ৯০ ওভার খেলে ৪ উইকেটে ৩১৪ রান তুলে বড় সংগ্রহের দিকে আছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলে চোটে পড়ে মাঠ ছাড়েন সাইফ।
টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার আর আব্দুল মজিদ আনেন জুতসই শুরু। দলের ৬৬ রানে ১৭ রান করা মজিদকে ছেঁটে ফেলেন সোহরাওয়ার্দি শুভ।
দ্বিতীয় উইকেটে সাইফের সঙ্গে মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন রনি। ৬৫ রান করা রনিও আউট হন শুভর বাঁহাতি স্পিনে। এরপর অভিজ্ঞ রকিবুল হাসানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তরুণ সাইফ। ৫৭ রান করা রকিবুল ফিরলে ভাঙে ১২৭ রানের জুটি।
এরপর তাইবুর পারভেজকে নিয়ে আরেকটি জুটিতে রান বাড়ান সাইফ। তাদের জুটিতে আসে ৮৪ রান। রবিউল হকের বলে তাইবুর এলবিডব্লিও হয়ে ফিরলে ভাঙে সে জুটি। তবে ঢাকার সবচেয়ে বড় ধাক্কা সেঞ্চুরিয়ান সাইফের মাঠ ছাড়া। ২৫৩ বলে ১৩ চার, ৩ ছক্কায় ১২০ রান করার পর চোটের কারণে মাঠ ছেড়ে যান তিনি।
৮ রানে অপরাজিত শুভগত হোম ২ রান নিয়ে খেলতে থাকা সুমন খানকে নিয়ে নামবেন দ্বিতীয় দিনে।
Comments