মুমিনুল ফের ব্যর্থ, ইয়াসিরের ব্যাটে রান

প্রথম রাউন্ডের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন মুমিনুল হক। ব্যর্থতা নিয়ে এলেন দ্বিতীয় রাউন্ডেরও প্রথম ইনিংস পর্যন্ত। শেষ মুহূর্তে চোটের কারণে তামিম ইকবালের ছিটকে পড়ার দিনে রান পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।
Yasir Ali
ছবি: বিসিবি

প্রথম রাউন্ডের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন মুমিনুল হক। ব্যর্থতা নিয়ে এলেন দ্বিতীয় রাউন্ডেরও প্রথম ইনিংস পর্যন্ত। শেষ মুহূর্তে চোটের কারণে তামিম ইকবালের ছিটকে পড়ার দিনে রান পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বরিশালের বিপক্ষে ফতুল্লায় দ্বিতীয় স্তরের এই ম্যাচেও খেলার কথা ছিল তামিমের। মাঠেও চলে গিয়েছিলেন তিনি। কিন্তু পাঁজরের চোটের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর মাঠ থেকে ফেরেন তিনি। তাকে ছাড়াই চট্টগ্রাম ৪ উইকেটে ২৬১ রান তুলে দিন শেষ করেছে।

অনেক দিন থেকে রান খরায় ভোগা তরুণ ইয়াসির আলি চৌধুরী রাব্বি অপরাজিত আছেন ৬৮ রানে, উইকেটকিপার-ব্যাটসম্যান মাইদুল ইসলাম অঙ্কন খেলছেন ৬৯ রান নিয়ে।

টস হেরে বরিশালের আমন্ত্রণে ব্যাট করতে গিয়ে ভালোই শুরু পায় চট্টগ্রাম। তামিমের বদলে পিনাক ঘোষের সঙ্গে ইনিংস ওপেন করতে গিয়ে ভালোই শুরু পান ইরফান শুক্কুর। ১৯ রান করে পিনাক ফেরার পরও চালিয়ে গেছেন তিনি। তুলে নেন ফিফটিও। তবে তার আগে মুমিনুলকে হারায় চট্টগ্রাম। ওয়ান ডাউনে নামা চট্টগ্রাম অধিনায়ক ৩৭ বলে ১৫ রান করে আউট হন মোহাম্মদ আশরাফুলের বলে।

ইরফানের ৫৭ রানের ইনিংসে থামে দুর্ভাগ্যজনক রান আউটে। আগের ম্যাচ রান পাওয়া তাসামুল হক এদিন থিতু হয়েও টানতে পারেননি। তবে চট্টগ্রামকে বিপদ মুক্ত করে অবিচ্ছিন্ন ১৪৪ রানের জুটি গড়েছেন ইয়াসির ও অঙ্কন। দ্বিতীয় দিন দুজনেই শুরু করবেন সেঞ্চুরির আশা নিয়ে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

6h ago