নেমেই মিরাজের ঝলক, উইকেট পেলেন মোস্তাফিজও
‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে মুন্সিয়ানা দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, টানা বল করার ক্লান্তিতে দেশে এসে খেলতে পারেননি জাতীয় লিগের প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে নেমেই পেলেন সাফল্য। অফ স্পিনে গুঁড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিমদের। প্রথম রাউন্ডে না খেলা আরেক তারকা মোস্তাফিজুর রহমান নেমে উইকেট নিয়েছেন এদিন।
খুলনায় প্রথম স্তরের ম্যাচে রাজশাহীকে ২৬১ রানে অল আউট করে দিয়েছে স্বাগতিকরা। মুশফিকদের ধসিয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। দিনে ১৫ ওভার বল করে ৬৪ রানে ২ উইকেট মোস্তাফিজের।
টস জিতে বল করতে গিয়ে শুরুতেই অবশ্য মিজানুর রহমানকে আউট করে উইকেট এনে দিয়েছিলেন মোস্তাফিজ। তবে জুনায়েদ সিদ্দিকী-ফরহাদ হোসেনের ব্যাটে ঠিকই এগুচ্ছিল রাজশাহী। ৪৫ রান করা রাজশাহী অধিনায়ক ফরহাদকেও ফেরান মোস্তাফিজ। এরপর আর তিনি সাফল্য পাননি।
৫১ রান করা জুনায়েদকে ফিরিয়ে উইকেট নেওয়া শুরু করেন মিরাজ। এরপর একে একে ফেরান ফরহাদ রেজা, সানজামুল ইসলাম আর তাইজুল ইসলামকে।
এই ম্যাচে রান পাননি মুশফিকুর রহিম। ৫১ বলে ২৪ রান করা মুশফিককে আউট করেন জাতীয় দলে ফেরা আল-আমিন হোসেন।
Comments