জিপি, রবিতে প্রশাসক নিয়োগে সরকারের অনুমোদন
গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যে সুপারিশ করেছিল তাতে অনুমোদন দিয়েছে সরকার। অপারেটর দুটির কাছ থেকে অডিট আপত্তি থেকে পাওনা প্রায় ১৩ হাজার ৪৪৬ কোটি টাকা পাওনা আদায় নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে প্রশাসক নিয়োগের অনুমতি দেওয়া হলো।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, “বিটিআরসি প্রশাসক নিয়োগে যে অনুমতি চেয়েছিল, তাতে সম্মতি দিয়ে বিটিআরসিতেই পাঠানো হয়েছে।”
এখন প্রশাসক নিয়োগের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিটিআরসি। এর আগে গত মঙ্গলবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিল নিয়ন্ত্রক কমিশন।
বিটিআরসি বলছে, গ্রামীণফোন ও রবির কাছে তাদের পাওনা রয়েছে যথাক্রমে ১২ হাজার ৫৭৯ কোটি ও ৮৬৭ কোটি টাকা। বকেয়া পরিশোধ না করলে কেন এই দুই অপারেটরের লাইসেন্স বাতিল করা হবে না নোটিশ দিয়ে তার কারণ দর্শাতেও বলেছিল বিটিআরসি।
টেলিযোগাযোগ আইন অনুযায়ী প্রতি অপারেটরে চার জন করে প্রশাসক নিয়োগের পথে হাঁটছে বিটিআরসি।
আরও পড়ুন:
জিপি, রবিতে শীঘ্রই সরকারি প্রশাসক
গ্রামীণফোনের কাছে ১২৫৮০ কোটি টাকা আদায়ের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
Comments