ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, চ ইউনিটের ফল রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদ ও ‘চ’ ইউনিটের মাধ্যমে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের প্রথম বর্ষে ভর্তি করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় ভর্তি কার্যালয় থেকে ফল ঘোষণা করবেন।
‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল গত ২০ সেপ্টেম্বর। অন্যদিকে ‘চ’ ইউনিটে লিখিত ও অঙ্কন পরীক্ষা হয় যথাক্রমে ১৪ ও ২৮ সেপ্টেম্বর।
Comments