জঙ্গিবাদে টানতে অনলাইনে প্রলোভন দেখানো হচ্ছে: পুলিশ
জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করতে অনলাইনে ‘আকর্ষণীয় প্যাকেজ’ এর প্রলোভন দেখানো হচ্ছে। বিশেষ করে তরুণদের এভাবে জঙ্গিবাদের দিকে টানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আজ শনিবার ‘ঢাকা পিস টক’ শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল বলেন, জঙ্গিবাদের যারা রিক্রুটার, মোটিভেটর, তারা ইন্টারনেটে লুক্রেটিভ ও অ্যাট্রাক্টিভ প্যাকেজ দিচ্ছে। যারা মানসিকভাবে দুর্বল ও যাদের দেশপ্রেম নেই, মানুষের প্রতি দায়িত্ববোধ নেই, মতাদর্শিক জায়গায় ধারণা নেই, টলারেন্স নেই, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে না পেরে শর্টকাট পথ খুঁজছে, তারাই র্যাডিকালাইজড হচ্ছে।
জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে সিটিটিসি’র সঙ্গে সেন্টার ফর সোশ্যাল এডভোকেসি এন্ড রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে ‘ঢাকা পিস টক’ বাস্তবায়ন করছে। ইউএসএআইডি’র অর্থায়নে এই কর্মসূচিতে ১২টি গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। জঙ্গিবাদ প্রতিরোধে অভিজ্ঞতাসম্পন্ন ৩৬ জন বিশেষজ্ঞ, তরুণ সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন এতে অংশগ্রহণ করবেন।
এসব গোলটেবিল থেকে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে কাজে লাগানো হবে।
Comments