রাবাদার ছোবল সামলে ফের দুর্বার রোহিত

ROHIT SHARMA
ছবি: এএফপি

বল হাতে নিয়ে শুরুতেই ঝাঁজ দেখিয়েছিলেন কাগিসো রাবাদা, হেনেছিলেন জোড়া আঘাত। আনরিক নরকিয়া তুলে নিয়েছিলেন বিরাট কোহলিকে। বিপর্যয়ে পড়া ভারতকে এরপর দারুণভাবে ম্যাচে ফেরান রোহিত শর্মা। এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ে তুলে নেন সেঞ্চুরি। বড় জুটি গড়া আজিঙ্কা রাহানেও আছেন সেঞ্চুরির পথে।

রাঁচিতে তৃতীয় ও শেষ টেস্টেও দিন ফেরাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সকালে অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিততে সঙ্গে নিয়েছিলেন টেম্বা বাভুমাকে। তবু কপাল খোলেনি তার। টস হেরে পান বোলিং।

তবু শুরুটা দারুণ এনে দিয়েছিলেন রাবাদা। মায়াঙ্ক আগারওয়ালকে স্লিপে ক্যাচ বানানোর পর চেতশ্বর পূজারাকে ফেরান ০ রানে। এলবিডব্লিওয়ে ভারত অধিনায়ককে কাবু করেন নরকিয়া।

৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর সারা দিন খেটে মরেও আর সাফল্য আসেনি। উলটো রোহিত পেয়ে বসেন তাদের। প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার পথে মেরেছিলেন ১৩ ছক্কা। এবার আরও ৪টি মেরে ছাপিয়ে যান শেমরন হেটমায়ারকে। গত বছর বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে ১৫ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন হেটমায়ার।

রেকর্ডময় দিনে রোহিত অপরাজিত আছেন ১১৭ রানে, রাহানে ব্যাট করছেন ৮৩ রান নিয়ে। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসে গেছে ১৮৫ রান।

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

3h ago