ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের জন্যে ‘ক’ এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
‘ক’ ইউনিটে সমন্বিত পাশের সংখ্যা ১১,২০৭ জন। পাশের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
‘চ’ ইউনিটে সমন্বিত পাশের সংখ্যা ৩৪৩ জন। পাশের হার ২ দশমিক ৫০ শতাংশ।
আজ (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবে।
এছাড়াও, আবেদনকারী যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA <roll no> লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানতে পারবেন।
পাশকৃত শিক্ষার্থীদেরকে আগামী ২২ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
এতে আরও বলা হয়, আবেদনকারী যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA <roll no> লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানতে পারবেন।
পাশকৃত শিক্ষার্থীদেরকে আগামী ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
Comments