খালেদাকে দেখতে যাবেন ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দলগুলোর নেতারা আজ (২০ অক্টোবর) দুপুরে এক বৈঠকে সিদ্ধান্ত নেন যে ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জোট প্রধান ও বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে দেখা করতে যাবেন।
এ বিষয়ে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করা হবে বলেও জানানো হয় জোটের পক্ষ থেকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আ স ম রব, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মাহামুদুর রহমান মান্না, এডভোকেট সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া ও জহির উদ্দিন স্বপন।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ নেতারা জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে দেখা করতে যাবেন। এ বিষয়ে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করা হবে।
Comments