ম্যাড়ম্যাড়ে ড্র ম্যাচে সোহরাওয়ার্দির আক্ষেপ
পাটা উইকেট। টিকতে পারলেই মিলছে ভুরি ভুরি রান। প্রথম ইনিংসে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ঢাকা চড়ল রানের পাহাড়ে। লিটন দাস, নাঈম ইসলামের দুই সেঞ্চুরি আর সোহরাওয়ার্দি শুভর প্রায় সেঞ্চুরিতে তেমনটা করল রংপুরও। তাতে চারদিনের ম্যাচের ফল হওয়ার মতো সময় কিছু বাকি থাকল না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার ৫৫৬ রানের জবাবে ৫০৮ রান করে রংপুরও। এই দুই ইনিংস শেষ হতেই পেরিয়ে গেছে চারদিন। শেষ বিকেলে ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করলেও খেলতে পেরেছে কেবল ৩ ওভার।
প্রথম স্তরের এই ম্যাচে শেষ দিনের আকর্ষণ বলতে ছিলেন নাঈম ইসলাম। আগের দিনই সেঞ্চুরি করা এই ডানহাতি এদিন আর বেশি দূর আগাতে পারনেনি। ১৩৫ কর নাঈমকে বোল্ড করেন সালাউদ্দিন শাকিল। আগের দিন ৫ উইকেটে ৩৩৪ রানে শেষ করেছিল রংপুর। সেঞ্চুরির সম্ভাবনায় ছিলেন তানবীর হায়দার। কিন্তু নাঈমের পর তড়িঘড়ি ফেরেন তিনিও।
তাতে দ্রুত গুটিয়ে যায়নি রংপুর। কারণ ততক্ষণে যে দাঁড়িয়ে গেছেন শুভ। সাজেদুল হাসান, রবিউল হকদের নিয়ে দলকে পাঁচশ পার করে দেন তিনি। নিজেও এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার ছিলেন না কেউই। ৫ চার আর ১ ছক্কায় ৯২ রানে অপরাজিত থেকে যান এই অলরাউন্ডার।
Comments