‘বাসায় কেবল বালিশ-বিছানার একটা পাশ আমার’
ক্রিকেট মাঠের সাকিব আল হাসানকে তো সবাই-ই চেনেন। বিশ্বসেরা অলরাউন্ডার তকমা তার অনেকদিনের সঙ্গী। বলা হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদও তিনিই। তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অনন্য সব অর্জন-রেকর্ড-মাইলফলকের পরিসংখ্যান অনেক ক্রিকেটপ্রেমীর মুখস্থ! সাকিব কবে, কোন মাঠে, কোন সিরিজে সেঞ্চুরি করেছেন কিংবা ৫ উইকেট নিয়েছেন, তা তার ভক্ত-সমর্থকদের মাথায় গাঁথা। কিন্তু মাঠের বাইরের সাকিবকে ঠিক ক’জন চেনেন? তার পছন্দের, ভালো লাগার বিষয়গুলোকে জানেন-ই বা ক’জন?
মাঠে বাংলাদেশ দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেওয়া সাকিব কি নিজের বাসায়ও ছড়ি ঘোরান? কিংবা খাদ্যরসিক এই তারকা কোন খাবারটি একদমই পছন্দ করেন না? কিংবা দেশের বাইরে সিরিজ খেলতে গেলে একজন পিতা হিসেবে প্রাণপ্রিয় সন্তান আলাইনাকে নিয়ে কেমন অনুভূতি হয় তার?
ক্রিকেট বিষয়ক কঠিন-জটিল-খটমটে সব প্রশ্নকে এড়িয়ে যাওয়ায় সাকিব মেতে উঠেছিলেন খোশগল্পে। খুলে দিয়েছিলেন নিজের মনের দুয়ার। সাক্ষাৎকার নিয়েছেন দ্য ডেইলি স্টারের মাজহার উদ্দীন।
Comments