প্রক্সি: এমপি বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল

পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এমপি তামান্না নুসরাত বুবলী

পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এমপি বুবলীর হয়ে প্রক্সি পরীক্ষার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নরসিংদী জেলা প্রশাসনের এক চিঠির ভিত্তিতে রোববার বুবলীর বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) জরুরি সভা ডাকা হয়। বাউবি আওতাধীন বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে রোববার সকালে ক্যাম্পাসে এই জরুরি সভা হয়। সভায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল, তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান উকিল, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ডিভিশনের পরিচালক ড. আনিস রহমান এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ সেলিম। প্রতিবেদনের জন্য কমিটিকে তিনদিন সময় দেওয়া হয়েছে। সভায় বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, বুবলী নিজে পরীক্ষায় অংশ নেননি। পর পর আটটি পরীক্ষায় তার পক্ষে অংশ নেন প্রক্সি পরীক্ষার্থীরা। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েন একজন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে তাকে বহিষ্কার করে কেন্দ্র কর্তৃপক্ষ। এছাড়াও এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, এ ব্যাপারে বুবলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে এবং বোর্ড অব গভর্নেন্সে উত্থাপন করা হবে। পরে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও জানানো হয়, বুবলীর এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে। বুবলী বাউবির কোনো প্রোগ্রামে আর ভর্তি হতে পারবেন না। এটি একটি ঘৃণিত ও গর্হিত কাজ। যারা প্রক্সি পরীক্ষা দিয়েছে তাদের পরিচয় পাওয়া সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

উপাচার্য বলেন, কলেজের পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ওই পরীক্ষার সমন্বয়ক। পরীক্ষা চলাকালে তিনি কখনও কেন্দ্রে যাননি। অথচ পরীক্ষার সময়টা তার প্রতিদিনই কেন্দ্রে উপস্থিত থাকার কথা। প্রবেশপত্র হারিয়ে যাওয়ার কথা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জানালে তাকে ডুপ্লিকেট প্রবেশপত্র সরবরাহ করা হয়। কিন্তু জিডি কপি দিয়ে এভাবে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। এর নিয়মও নেই।

এমপি তামান্না নুসরাত বুবলী নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর লোকমান হোসেন দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী বুবলী এইচএসসি পাস। নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় তার হয়ে এ পর্যন্ত আটজন অংশ নিয়েছে।

Comments

The Daily Star  | English

Corruption, zero-sum politics and democratic decline

Governments that score low in corruption indexes are more prone to use force and violence to control and suppress dissensions and protests.

3h ago