কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক গোলাগুলি, হতাহত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। তারা বলেছে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার সময় এই হামালায় পাকিস্তানের ৬-১০ জন সেনা সদস্যও নিহত হয়েছে।
তবে এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের ভাষ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে হামলায় ছয় জন বেসামরিক পাকিস্তানি ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন।
ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে উদ্ধৃত করে ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কাশ্মীরের তাংধার সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ চেষ্টার সময় পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয়। পরে পাল্টা হামলা চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী।
তিনি বলেন, “ঠিক হয়েছিল যে, নিয়ন্ত্রণরেখায় আমরা জঙ্গি ঘাঁটিকে টার্গেট করব। এই ক্যাম্পগুলির তথ্য ছিল আমাদের কাছে। জঙ্গিদের ঘাঁটিতে আমরা প্রচুর ক্ষতি করে দিয়েছি।” জেনারেল বিপিন রাওয়াত বলেন, “৬ থেকে ১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, তিনটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
অন্যদিকে পাকিস্তানের আইএসপিআরকে উদ্ধৃত করে ডন অনলাইনের খবরে বলা হয়, ভারতের হামলায় সাত জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে সামরিক বাহিনীর দুজন সদস্যও রয়েছেন। প্রতি হামলায় ভারতের নয় জন সেনাসদস্য নিহত হয়েছে। সীমান্ত এলাকা থেকে তারা হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য সাদা পতাকা প্রদর্শন করছে।
কাশ্মীর বিরোধকে কেন্দ্র করে ২০১৯ সালে এক দিনে এটাই সর্বোচ্চ হতাহতের ঘটনা।
Comments