ওমর ফারুক চৌধুরীকে যুবলীগ থেকে অব্যাহতি
যুবলীগের সভাপতির পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের আজ রোববার সন্ধ্যায় এই তথ্য জানান।
যুবলীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে সগঠনটির দায়িত্বশীল নেতারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক করেন। তবে এতে সংগঠনের সভাপতি উপস্থিত ছিলেন না। বৈঠক থেকে বেরিয়ে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কারের কথা জানান কাদের।
এছাড়া যুবলীগের সপ্তম সম্মেলনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে। আগামী সম্মেলনে নেতা হওয়ার জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।
যুবলীগের নেতাদের অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে সংগঠনের শীর্ষ নেতা ৭১ বছর বয়সী ওমর ফারুক চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর পর সম্রাটসহ একে একে যুবলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও ওমর ফারুক চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দ্রীয় ব্যাংক থেকে তার ব্যাংক হিসাব তলব করার পর ওমর ফারুকের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অভিযানের শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেও পরে আর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। পুরো সময় ধরে অনেকটা লোকচক্ষুর অন্তরালেই রয়েছেন তিনি।
Comments