সাইফউদ্দিন ইস্যুতে ফিজিওর দিকে তাকিয়ে নির্বাচকরা

ভারত সফরের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এখনও সিরিজ থেকে ছিটকে যাননি। পিঠের চোটের মাত্রা বেড়ে যাওয়ায় শঙ্কা থাকলেও তাকে বাদ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি নির্বাচকদের পক্ষ থেকে। বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে আলোচনার পর সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সাইফউদ্দিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।
Mohammad Saifuddin
ফাইল ছবি: বিসিবি

ভারত সফরের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এখনও সিরিজ থেকে ছিটকে যাননি। পিঠের চোটের মাত্রা বেড়ে যাওয়ায় শঙ্কা থাকলেও তাকে বাদ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি নির্বাচকদের পক্ষ থেকে। বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে আলোচনার পর সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সাইফউদ্দিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

সাইফউদ্দিনের পিঠের চোট বেশ পুরনো। এই চোট সঙ্গে করেই ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। গেল জুন-জুলাইতে ইংল্যান্ড বিশ্বকাপ চলাকালে ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হলেও শেষ মুহূর্তে ছিটকে যান চোটের মাত্রা বাড়ায়। সুস্থ বোধ করায় দেশের মাটিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরেন তিনি, দেখান দারুণ পারফরম্যান্স। কিন্তু নতুন করে আবার তার চোটের অবনতি হয়েছে। তার পিঠের স্ক্যান রিপোর্ট মোটেও আশাপ্রদ নয়। ফলে ভারত সফরে তার যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাইফউদ্দিন শেষ পর্যন্ত ছিটকে গেলে তার জায়গায় কোনো বদলি খেলোয়াড়ের নাম এদিনই ঘোষণা করবেন না নির্বাচকরা। আগামী ২৫ অক্টোবর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশে ফিরলে তার মতামত অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। অর্থাৎ কোচ বদলি খেলোয়াড় না চাইলে ১৪ জনের দল নিয়েই ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

গেল ১৭ অক্টোবর ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ রাজকোটে। ১০ নভেম্বরের শেষ ম্যাচের ভেন্যু নাগপুর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে।

ভারত সফরের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

Comments

The Daily Star  | English
Army given magistracy power

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

1h ago