ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির নতুন খবর
দেশের প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। এটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। শুটিং শুরুর আগেই একাধিক আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পেয়েছে ছবিটি।
‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য ২০১৪ সালে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল প্রজেক্ট হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এটি পেয়েছে মোশন পিকচার্স এসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রণীত অ্যাপসা ফিল্ম ফান্ড। একই বছর ফিল্ম বাজার ইন্ডিয়ায়ও সেরা প্রজেক্টের পুরস্কার জিতেছিলো ছবির চিত্রনাট্য।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনিও থাকছেন ছবির একজন প্রযোজক হিসেবে। সঙ্গে প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও থাকছেন স্কয়ারের অঞ্জন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জয়ী মার্কিন প্রযোজক ও নির্মাতা শ্রীহরি। এবার প্রযোজকদের তালিকায় যোগ হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।
‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন করবেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
Comments