জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
Moinul-Islam-Bhuiyan.jpg
মঈনুল ইসলাম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঈনুল ইসলাম ভূঁইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, “মঈনুল ইসলামের বিরুদ্ধে মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতেই মঈনুলকে আটক করা হয়েছে।”

Comments

The Daily Star  | English

Metro rail services resume 11 hours after suspension at Agargaon-Motijheel

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

Now