ভোলায় সংঘর্ষ নিয়ে ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (২১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রবিউল আলম (২৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকার আহমেদ হোসেনের ছেলে।
‘তথ্যপ্রযুক্তির’ সহায়তায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এই পুলিশ কর্মকর্তা জানান, বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসের মাধ্যমে ‘গুজব’ ছড়িয়েছেন রবিউল। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমানের ছবি পোস্ট করে দাবি করেছেন যে, তার (মাহবুবুর রহমান) নির্দেশে মুসলিম তৌহিদী জনতার ওপর গুলি চালানো হয়েছে।
রবিউল কওমি মাদরাসা থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ওসি।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments