ভোলার এসপি’র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের পর পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
এসপি সরকার মোহাম্মদ কায়সার আজ (২২ অক্টোবর) সকালে দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তারপর থেকে তিনি ওই অ্যাকাউন্টটিতে আর ঢুকতে পারছেন না।
এ ঘটনায় সকালে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Comments