দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়ল ভারত

দক্ষিণ আফ্রিকার হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। চতুর্থ দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতাটুকু। সেটা সারতে বেশি সময় নেয়নি ভারত। দিনের প্রথম দুই ওভারের মধ্যে বাকি ২ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল।
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। চতুর্থ দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতাটুকু। সেটা সারতে বেশি সময় নেয়নি ভারত। দিনের প্রথম দুই ওভারের মধ্যে বাকি ২ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাঁচি টেস্টে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৩৩ রানে গুটিয়ে দিয়েছে ভারত। ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। পুনেতে আগের টেস্টে ইনিংস ও ১৩৭ রানে জিতেছিলেন কোহলিরা। সেই কীর্তি ভেঙে নতুন করে রেকর্ড লিখেছে তারা।

টেস্ট ইতিহাসে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছে ভারত। আর পুনে টেস্ট জিতে ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়েছে তারা।

তৃতীয় দিনের ৮ উইকেটে ১৩২ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে বাকি ২ উইকেট হারায় প্রোটিয়ারা। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইনকে ফেরান অভিষিক্ত পেসার শাহবাজ নাদিম। তিনি আগের ৩০ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি।

এরপর ওভারের শেষ বলে লুঙ্গি এনগিডির উইকেটও তুলে নেন নাদিম। ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। আইনরিখ নর্তিয়ে অপরাজিত থাকেন ৫ রানে।

ভারতের একমাত্র ইনিংসে ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। গোটা সিরিজে এক ডাবল সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিতে ৫২৯ রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Trade, commerce resume with Bangladesh: New Delhi

Indian High Commissioner to Bangladesh Pranay Verma made the statement when he called on Chief Adviser Professor Muhammad Yunus

11m ago