কোন সুরাহা না দিয়ে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান
১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এই ষড়যন্ত্রে দু-একজন ক্রিকেটারও যুক্ত থাকতে পারেন বলে মনে করেন তিনি। তবে ক্রিকেটারদের কোন দাবিই স্পষ্ট করে মানার কথা বলেননি তিনি। উল্টো তীব্র সমালোচনা করেছেন ক্রিকেটারদের এই অবস্থানের।
ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার ঘোষণার একদিন পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল বলেন, ‘দাবি ওরা জানাতেই পারে। খুবই ন্যাচারাল। কিন্তু সেটির জন্য তারা স্ট্রাইকে গেছে, এটা এক্সট্রিমলি শকিং। আমার বিশ্বাসই হচ্ছে না, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু হতে পারে।’
দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের ধর্মঘট একেবারে আমলে না দিয়ে বোর্ড প্রধান এর পেছনে দেখছেন ষড়যন্ত্র, ‘এটা একটা ষড়যন্ত্রের অংশ।’
কিছুটা রাগান্বিত স্বরে বিসিবি প্রধান ব্যাখ্যা করেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ওরা এখন চায়, ভারত সফরে যদি না যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটা ষড়যন্ত্রের অংশ। কিছুদিনের জন্য সময় চাচ্ছি। সবকিছু প্রকাশ করা হবে।’
বোর্ডের কাছে গেলে সব দাবিই মেনে নিতেন এমন কথা বলেও নাজমুল ক্রিকেটারদের কোন দাবি মানার কথাই স্পষ্ট করেন বলেননি, ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো ওরা বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই (বলেনি)।’
ক্রিকেটাররা কেন গণমাধ্যমে দাবি জানালেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিসিবি প্রধান, ‘ওদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার চেয়ে বেশি মনে হয় না কেউ যোগাযোগ রাখে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সবকিছুতে কথা হয়। আমি তো বহুদূর, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ওদের পৌঁছানোর সুযোগ আছে। বলার কিছু থাকলে ওরা বলতে পারত।’
Comments