নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।
rape logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কুড়িপাড়া এলাকায় ওই গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী শ্রমিকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এতে আটককৃত দুইজনকে আসামি করা হয়। পরে ওই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে সজিব মিয়া ওরফে ছগির (২২) ও একই এলাকার আকবর আলীর ছেলে আরমান আলী (২০)।

মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার কারখানা ছুটির পর বাসায় ফেরার উদ্দেশ্যে ওই নারী শ্রমিক সন্ধ্যা ৭টায় উপজেলার কুড়িপাড়ার রাস্তায় পৌঁছালে ছগির ও আরমান পিছন থেকে মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারী শ্রমিকের পরনের ওড়না দিয়ে মুখ বেধে প্রথমে ছগির ও পরে আরমান ধর্ষণ করে। পরবর্তীতে পালাক্রমে দুই যুবক আরও একাধিকবার ধর্ষণ করে। ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে ছগির ও আরমান পালিয়ে যায়। পরে রাতে রক্তাক্ত অবস্থায় ওই নারী বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতে ওই নারীর শ্রমিকের মা থানায় অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবকেরা ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে মঙ্গলবার সকালে মামলা হলে দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এছাড়াও নারী শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

27m ago