শীর্ষ খবর

শাওনের অভিভাবককে খুঁজছে পুলিশ

মালিবাগ রেলগেট এলাকায় খুঁজে পাওয়া শিশু শাওনের বাবা-মাকে খুঁজছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। সে এখন তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
শাওন

মালিবাগ রেলগেট এলাকায় খুঁজে পাওয়া শিশু শাওনের বাবা-মাকে খুঁজছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। সে এখন তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শাওনের বয়স তিন থেকে চার বছর, গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। খুঁজে পাওয়ার সময় তার পরনে ছিল লাল-সাদা রঙয়ের গেঞ্জি।

১৩ অক্টোবর, ২০১৯ রমনা থানার মালিবাগ রেলগেট এলাকায় শিশুটিকে খুঁজে পায় থানা পুলিশ। সে তার বাবর নাম- রিপন বলে জানায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় রমনা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পাঠায়।

যদি কোন সহৃদ ব্যক্তি শাওনকে চিনে থাকেন বা তার স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে তেজগাঁও থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার (ডিউটি অফিসার ০১৭৪৫-৭৭৪৪৮৭, অথবা ০২৯১১০৮৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

6h ago